কারওয়ান বাজারে সাংবাদিকের গাড়িতে ছিনতাইকারীদের হামলা
রাজধানীর কারওয়ান বাজারে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘৭১ টিভি’র দুটি গাড়িতে ছিনতাইকারীদের হামলা ও টাকা লুটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে কারওয়ান বাজার রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে একাত্তর টিভির রিপোর্টার ইশতিয়াক ইমন সাংবাদিকদের জানান, দুজন ভিডিও এডিটরকে বাসায় নামিয়ে দিয়ে কারওয়ান বাজার রেল ক্রসিং এলাকা হয়ে ফিরছিল ৭১ টিভির গাড়ি। রেল ক্রসিংয়ের সিগন্যালে গাড়িটিতে হামলা চালিয়ে ছিনতাইকারীরা নগদ টাকা, ঈদের পোশাক ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়।
ইশতিয়াক ইমন বলেন, ‘আমি নাইট ডিউটিতে ছিলাম। খবর পেয়ে ক্যামেরাম্যানসহ ঘটনাস্থলে যাই। এ সময় ছিনতাইকারীরা সংঘবদ্ধভাবে ইট-পাথর নিক্ষেপ করে। ক্যামেরাম্যান খোরশেদ আলমকে জিম্মি করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। উপর্যুপরি কিল-ঘুষি মেরে জখম করে খোরশেদকে। গাড়িতে থাকা টাকা ও ঈদের জন্য কেনা পোশাক নিয়ে যায়। তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানায় গেলে পুলিশ ঘটনাস্থলটি একে অন্যের এলাকা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।’
পরে আজ বুধবার (১০ এপ্রিল) সকালে ঘটনাস্থলটি নিজেদের এলাকা বলে স্বীকার করে হাতিরঝিল থানা পুলিশ। তবে ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) বিজন গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে এখনও কেউ মামলা করতে থানায় আসেনি।’