সবার আগামী দিনগুলো আরও সুন্দর হোক : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ঈদে সবার জীবনে আনাবিল সুখ-শান্তি নেমে আসুক। আগামী দিনগুলো আরও সুন্দরভাবে যাক, সেটাই কামনা করি।’
আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) গণভবনে আওয়ামী লীগের নেতাকর্মী, বিচারক ও বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। ১৯৭৫ এর ১৫ আগস্ট বাবা, মা, ভাই-বোন সব হারিয়েছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শ্রদ্ধা জানাই ৩০ লাখ শহীদদের প্রতি। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা দেখেছি, অনেকে গর্ব করে বলে—এক হাজারের ওপর ইফতার পার্টি করেছে। তারা ইফতার পার্টি হাজারের ওপরে করে ইফতার খেয়েছে। আর আওয়ামী লীগ মানুষকে দেয়। আওয়ামী লীগ খেতে আসে না, দিতে আসে। আওয়ামী লীগ মানুষের পাশে থাকে, মানুষের কল্যাণে কাজ করে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা স্বাধীনতা দিয়েছেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। আজকে আমরা দারিদ্রের হার কমাতে পেরেছি। কিন্তু এখনও যেটুকু দারিদ্র রয়েছে, আমারা আগামীতে ইনশাল্লাহ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করতে পারব। এটাই আমাদের প্রতীজ্ঞা। পবিত্র ঈদে আমরা সেটাই চাচ্ছি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, সংসদ সদস্যসহ, সামরিক-বেসামরিক কর্মকর্তা, জনপ্রশাসন এবং অন্যান্য সংগঠনকে। আমি যখন বলেছি ইফতার পার্টি করব না। মানুষের মাঝে ইফতার বিলিয়ে দেব, মানুষের পাশে দাঁড়াব। সেই নির্দেশ পাওয়ার পর সবাই যার যার অবস্থান থেকে মানুষকে ইফতার দিয়েছেন। যারা সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের কাছে ইফতার পৌঁছে দেওয়া অত্যন্ত পবিত্র কাজ, যা আপনারা করেছেন।’