ঢাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
শিক্ষামন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো জহিরুল কবির এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে আদালতের আদেশে মামলাটি তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মামলার বাদী অ্যাডভোকেট শাহরিয়ার তানিম জানান, শিক্ষামন্ত্রী মহিবুল হাসানের বিরুদ্ধে কটূক্তির মাধ্যমে মানহানিকর বক্তব্য প্রচার করেন ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু। ২০২২ সালে সংক্ষুব্ধ হয়ে তিনি আদালতে মামলা করেন। ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন জানান, গত ৬ ফেব্রুয়ারি সিআইডি তদন্ত কার্যক্রম শেষ করে আদালতে প্রতিবেদন দেয়। আদালত আজ শুনানি শেষে নুরুল হক নুরের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন।
মামলার বাদী অ্যাডভোকেট শাহরিয়ার তানিমের অভিযোগ, ২০২২ সালের ১ জুন গণঅধিকার পরিষদের এক সভায় ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ছাত্রলীগকে গুণ্ডালীগ ও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেন।