প্রধানমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষ
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য একটি কর্তৃপক্ষ গঠন করছে সরকার। এ সংক্রান্ত ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৪’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।
মাহবুব হোসেন বলেন, ‘২০১৪ সালে জাপানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে উভয় দেশের প্রধানমন্ত্রী যৌথ ঘোষণার আওতায় জাপান সরকারের অর্থায়নে মাতাবাড়িতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মাতারবাড়িকে কেন্দ্র করে অর্থনৈতিক জোন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গভীর সমুদ্রবন্দর, মৎস্য আহরণ, ভূমি ব্যবস্থাপনাসহ অনেকগুলো বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে। সেখানকার কর্মকাণ্ডের সঙ্গে বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ যুক্ত রয়েছে। মন্ত্রণালয়গুলো এখন আলাদা আলাদাভাবে এ কাজগুলো করছে। সমন্বিতভাবে এসব কাজ করতে আজকের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
প্রস্তাবিত আইনের কয়েকটি ধারা উল্লেখ করে সচিব বলেন, ‘খসড়া আইন অনুযায়ী এই কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী থাকবেন। এ বোর্ডে অর্থমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীকে নিয়ে ১৭ সদস্য থাকবেন। মুখ্য নির্বাহী কর্মকর্তা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে থাকবেন।’
সচিব মাহবুব হোসেন আরও বলেন, ‘এ কর্তৃপক্ষের মূল কাজ হবে নির্ধারিত এলাকায় ভূমি ব্যবহারের মাস্টারপ্ল্যান করা এবং তা বাস্তবায়নসহ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা। ওই এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ৫৫ হাজার ৯৬৮ একর জমি থাকবে। কক্সবাজারে থাকবে এ কর্তৃপক্ষের প্রধান কার্যালয়।’