সড়ক দুর্ঘটনায় ১৪ যাত্রী নিহতের ঘটনায় মির্জা ফখরুলের শোক
ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার ও তিনটি ইজিবাইকের ১৪ যাত্রী নিহত ও কয়েকজন গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার (১৭ এপ্রিল) এক শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারে থাকা শিশুসহ সাতজন এবং তিনটি ইজিবাইকের সতজনসহ মোট ১৪ জনের মর্মান্তিক মৃত্যু এবং আরও কয়েকজন গুরুতর আহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।’
মির্জা ফখরুল বলেন, ‘এ ধরনের সড়ক দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। প্রতিনিয়ত দেশে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণ ঝরে যাচ্ছে। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করছে। অথচ সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সড়কে চরম অব্যবস্থাপনা ও প্রশাসনের খামখেয়ালীর কারণে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রুপ ধারণ করেছে—যা গভীর উদ্বেগজনক।’
আহতদের আশু সুস্থতা কামনা করে ও হতাহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি।