স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় হাতুড়িপেটা, উদ্ধার করে হাসপাতালে ভর্তি
ফরিদপুরের সালথায় স্ত্রীর স্বীকৃতি চেয়ে স্বামীর বাড়িতে অবস্থান নেওয়া সেই নববধূকে হাতুড়িপেটা করেছে শ্বশুরবাড়ির লোকজন। গতকাল বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরে সেই নববধূ মোরশেদা খানমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সালথার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়ীয়া গ্রামের দুলাল শেখের ছেলে নিশাত শেখের সঙ্গে মাঝারদিয়া ইউনিয়নের চান্দাখোলা গ্রামের সিদ্দিক সরদারের মেয়ে মোরশেদা খানমের প্রেমের সম্পর্ক ছিল। সেই প্রেমের সূত্রে গত ৯ এপ্রিল তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের তিন দিনের মাথায় হঠাৎ তাঁর স্বামী যোগাযোগ বন্ধ করে দিলে নববধূ শ্বশুরবাড়িতে গিয়ে অবস্থান নেন। এরপর বাড়ির সবাই পালিয়ে যায়। পরে গতকাল সন্ধ্যায় শ্বশুরবাড়ির লোকজন তার ওপর হামলা চালায় এবং তাঁকে হাতুড়িপেটা করে।
এর আগে গত ১৬ এপ্রিল মঙ্গলবার এই নববধূ সালথা থানায় লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ গিয়েছিল। স্থানীয়ভাবে মীমাংসার কথা বলা হয়েছে। স্থানীয়ভাবে সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। নির্যাতনের বিষয়ে এই নারী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’