শাহজালালের তৃতীয় টার্মিনালের দেয়াল ভেঙে ঢুকল বাস, প্রকৌশলী নিহত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দেয়াল ভেঙে বেপরোয়া একটি বাস ভেতরে ঢুকে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে সিভিল এভিয়েশনের প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকী নিহত হয়েছেন। তিনি সিভিল এভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন।
আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস।
এসআই সুমন চন্দ্র দাস বলেন, রাইদা পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল এভিশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম। বাসচাপায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান এসআই সুমন চন্দ্র দাস। তিনি বলেন, ‘বাসটিকে জব্দ করা হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’