দুই শ্রমিককে পিটিয়ে হত্যা : অন্যতম হোতা আটক
ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লীতে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনার অন্যতম হোতাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) রাতে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তবে মামলার তদন্তের স্বার্থে তিনি আটক হওয়া ব্যক্তির নাম-পরিচয় জানাননি।
এসপি মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, ‘ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লীর মন্দিরে অগ্নিসংযোগের গুজব ছড়িয়ে গ্রামবাসীকে উত্তেজিত করা হয়। তাদেরকে উত্তেজিত করে নানাভাবে একত্রিত করা হয়। মন্দিরে কে বা কারা অগ্নিসংযোগ করেছে সেটি এখনও পরিষ্কার নয়। তদন্তে তা বেরিয়ে আসবে।’
‘পিটিয়ে দুই শ্রমিককে হত্যার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না’ উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ‘এ ঘটনার পর সার্বিক পরিস্থিতি সামাল দিতে এবং হতাহতদের চিকিৎসা ও দাফন কাজে সহায়তা করায় মামলা রুজুতে কিছুটা সময় লাগছে। রাতেই তিনটি মামলা করা হবে। এর মধ্যে মন্দিরে অগ্নিসংযোগ, নির্মাণ শ্রমিকদের হতাহত এবং পুলিশ সদস্যদের আহত করার অভিযোগে পৃথক মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তে বেরিয়ে আসবে সেখানে কী ঘটেছিল। পুলিশ সুপার মোর্শেদ আলম বলেন, ‘ঘটনার পরের দিনই ছিল শুক্রবার। জুমার নামাজের পরে যাতে কেউ ধর্মীয় অনুভূতির বিষয়টি নিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সেজন্য আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করি। খুবই ধৈর্যের সঙ্গে আমরা পরিস্থিতি মোকাবিলায় সমর্থ হই।’
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান, ট্রাফিক বিভাগের পরিদর্শক তুহিন লস্কর উপস্থিত ছিলেন।