সাভারে সাংবাদিকের চোখে-মুখে মরিচের গুঁড়াসহ কেমিক্যাল নিক্ষেপ
সাভারে মরিচের গুঁড়ার সঙ্গে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে এক সাংবাদিকের চোখে-মুখে নিক্ষেপের মাধ্যমে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকায় হাজী মহর আলী স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক ইকবাল হাসান ফরিদ (৪০) দৈনিক যুগান্তরের ক্রাইম রিপোর্টার।
ওই সাংবাদিকের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত ১০টার দিকে দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান কার্যালয় থেকে কাজ শেষ করে সাভারে বাড়ির উদ্দেশে আসছিলেন ইকবাল হাসান ফরিদ। রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সামনে পৌঁছলে দুই দুর্বৃত্ত পেছন থেকে তাকে ডাক দেয়। পেছনে ফিরে তাকানো মাত্রই তার মুখ ও চোখ লক্ষ্য করে মরিচের গুঁড়া মিশ্রিত বিষাক্ত কেমিক্যাল ছিটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে স্ত্রী রোজিনা আক্তার সাংবাদিক ফরিদকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, ‘দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। পাশাপাশি ওই এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।’