রাজধানীতে ছয়তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু
রাজধানীর হাজারীবাগের পশ্চিম জিগাতলায় নির্মাণাধীন ১০তলা ভবনের ছয়তলা থেকে পড়ে মো. রফিক (৩৫) নামে এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এনটিভি অনললাইনকে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
নিহত রফিক ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার দালালকান্দি গ্রামের রশিদ মাতব্বরের ছেলে। তিনি মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ভাড়া থাকতেন।
মো. রফিককে হাসপাতালে নিয়ে আসা শাহীন বলেন, রফিক পশ্চিম জিগাতলায় জামিনুল প্রপার্টিজ নামে ১০তলা নির্মাণাধীন ভবনে রড মিস্ত্রির কাজ করতেন। দুপুরে ওই ভবনের ৬তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘেষণা করেন।