৪৩ জেলায় তাপপ্রবাহ, তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন
দেশের অন্তত ৪৩টি জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। গরমে অনেকটা থমকে গেছে জনজীবন। রোদের উত্তাপে শুধু মানুষ নয়, কাবু গোটা প্রাণিকূল। ইতোমধ্যে তিন জেলায় হিট স্ট্রোকে তিনজনের মৃত্যু হয়েছে। দেশব্যাপী জারি করা হয়েছে হিট অ্যালার্ট।
গত কয়েকদিন ধরে যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, খুলনাসহ কয়েকটি জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। রাত-দিন বইছে লু হাওয়া। দেশজুড়ে বৈশাখের তপ্ত খরতাপে বিপর্যস্ত জনজীবন।
আবহাওয়া অফিস বলছে, ২৪-২৫ এপ্রিলের দিকে তাপপ্রবাহের তীব্রতা কমে এলেও চলতি মাসজুড়ে বিরাজ করবে তাপপ্রবাহ। তীব্র গরমে কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে জ্বর-ডায়েরিয়াসহ পানিবাহিত রোগীর সংখ্যা। এদের বেশির ভাগই শিশু ও বয়স্ক।