তীব্র তাপপ্রবাহে বিশুদ্ধ পানি বিতরণ করছে ঢাকা ওয়াসা
তীব্র তাপপ্রবাহে ভুগছে জনজীবন। এই দাবদহে সরকার এরই মধ্যে দেশে রেড অ্যালার্ট জারি করেছে। এমন পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন স্পটে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করছে ঢাকা ওয়াসা। সর্বশেষ হালনাগাদ এক নোটিশ জারি এমন তথ্যে জানায় সরকারি এই সংস্থা।
নোটিশে ঢাকা ওয়াসা জানায়, সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, বর্তমানে সারা দেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদহের কারণে স্বাস্থ্যঝুঁকির বা শরীরে পানি শূন্যতার আশঙ্কা দেখা দিয়েছে। সার্বিক অবস্থা বিবেচনা করে ঢাকা মহানগরীর জনবহুল পয়েন্টগুলোতে খাবার পানি সরবরাহের ব্যবস্থা নিয়েছে ঢাকা ওয়াসা। প্রতিদিন বেলা ১১টা হতে বিকেল ৫টা পর্যন্ত এই সেবা চলবে। আপনার প্রয়োজনে ঢাকা ওয়াসার পানি সেবা আপনার পাশেই থাকছে। ঢাকা ওয়াসা- সদা আপনার সেবায় নিয়োজিত।
ইতোমধ্যে ঢাকা ওয়াসা তীব্র দাবদাহে রাজধানীর বিভিন্ন স্পটে পানি বিতরণ কর্মসূচি গ্রহণ করার এই উদ্যোগে স্বাগত এবং ঢাকা ওয়াসাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ওয়াসার পানি বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে সংগঠনটির আহ্বায়ক ও বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, তীব্র দাবদাহে সরকার এরই মধ্যে দেশে রেড অ্যালার্ট জারি করেছে। ঢাকা শহরের ন্যায় সারাদেশের মানুষ গরমে অসুস্থ ও অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষ। উচ্চ ও মধ্যবিত্ত মানুষ বোতলজাত পানি কিনে খেতে পারলেও শ্রমিক ও খেটে খাওয়া সাধারণ জনগোষ্ঠী বিশুদ্ধ পানির চরম ভোগান্তিতে যখন আছে, সেই সময় ঢাকা ওয়াসার বিনামূল্যে পানি বিতরণ কর্মসূচি জনজীবনে স্বস্তি এনে দিয়েছে।