স্বামীকে কিডনি দেওয়া সেই গৃহবধূর প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
অসুস্থ স্বামীকে কিডনি দান করে আলোচনায় আসা সেই গৃহবধূ ছিনতাইকারীদের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত গৃহবধূর নাম ববিতা আক্তার (৩৭)। তিনি আশুলিয়ার বাইপাইল এলাকার নাদিম মন্ডলের স্ত্রী।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোরে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ববিতা। তার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
গত ১৫ এপ্রিল আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছিলেন ববিতা আক্তার। নবীনগর-চন্দ্রা মহাসড়কে রিকশাযোগে যাবার পথে ছিনতাইকারীরা পথ রোধ করে দাঁড়ালে তাদের প্রতিহত করার চেষ্টা করেন ববিতা। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে আঘাত করে তার হাতে থাকা ব্যাগ ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীদের টানাহেঁচড়ায় ববিতা চলন্ত রিকশা থেকে মহাসড়কে পড়ে যান। এতে তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পান এবং অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হলো।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মিলন ফকির বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওসমান গনী (২৩) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি জড়িতদের গ্ৰেপ্তারে অভিযান চলছে।’
এ ঘটনার কিছু দিন আগেই স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করে আলোচনায় এসেছিলেন ববিতা আক্তার।