অ্যাজাক্স জুট মিলের এমডি কারাগারে
খুলনার অ্যাজাক্স জুট মিলের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) কাওসার জামান বাবলার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন খুলনা বিভাগ শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ পদ মর্যদায়) শেখ রাজিয়া সুলতানা। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে তিনি এই আদেশ দেন।
একই সময় এই আদালতে অন্য একটি মামলায় কাওসার জামান বাবলা জামিন পেয়েছেন।
এর আগে গত ২০ মার্চ খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের করা মামলায় শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় অ্যাজাক্স জুট মিলের এমডি কাওসার জামান বাবলাকে এই আদালত দুই বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছিলেন। তখন তিনি আদালতে উপস্থিত ছিলেন না। আজ মঙ্গলবার শ্রম আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে করাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০১৪ সাল থেকে এজাক্স জুট মিলটি বন্ধ রয়েছে। মিলটি বেদখল হাওয়ায় কাওসার জামান আদালতে একাধিক মামলা করেছেন। মিলটি স্থানীয় একটি প্রভাবশালী মহল সারের গোডাউন বানিয়ে ব্যবসা করছে ।
খুলনা শ্রম অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. মিজানুর রহমান জানান, খুলনার বেসরকারি অ্যাজাক্স জুট মিলের ৬২১ শ্রমিকের প্রায় ১৫ কোটি টাকা পাওনা ছিল। মিলের সিবিএ নেতা, শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য মজুরি ও উৎসব বোনাস আদায়ের জন্য ২০১৩ সালের ১৪ জুলাই মিল কর্তৃপক্ষের কাছে আবেদন করে। তবে তারা কোনো পদক্ষেপ নেয়নি। সিবিএ নেতারা পরবর্তী সময়ে এ ব্যাপারে খুলনা শ্রম দপ্তরে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের আয়োজনে ২০১৪ সালের ২১ ডিসেম্বর মালিক-শ্রমিক ও সরকার পক্ষের সমন্বয়ে ত্রিপক্ষীয় সভা হয়। সভায় দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে মিল চালু করবে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় ২০১৫ সালে অ্যাজাক্স জুট মিলের এমডি কাউছার জামান বাবলার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেন তিনি।