শেরপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে শ্রীবরদী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় স্বামী মো. রহমত উল্লাহকে।
নিহত স্ত্রীর নাম আকলিমা বেগম। আজ শুক্রবার গ্রেপ্তার করা রহমত উল্লাহকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল মামলার বিবরণী থেকে জানান, প্রায় ১৪ বছর আগে ঝিনাইগাতী উপজেলার দেবোত্তরপাড়ার রহমত উল্লাহর সঙ্গে একই উপজেলার পাগলারমুখ গ্রামের আকলিমা বেগমের বিয়ে হয়। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। সম্প্রতি রহমত উল্লাহ দ্বিতীয় বিয়ে করেন। এরফলে দুজনের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। আকলিমা রাগ করে বাপের বাড়ি চলে আসেন। গত ১৯ এপ্রিল আকলিমাকে পুনরায় নিজের বাড়িতে নিয়ে যান রহমত উল্লাহ। এরপর থেকে আকলিমার খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ওই সেপটিক ট্যাংক থেকে আকলিমার মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের পর রহমত উল্লাহ পালিয়ে যান। এরপর পুলিশ রাতে তাঁকে শ্রীবরদী থেকে গ্রেপ্তার করে।