রাজধানীতে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত
রাজধানীর মুগদায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত স্কুল শিক্ষার্থী মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. মাহিন আহমেদ (১৩)।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মুগদা মদিনাবাগে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী মাহিন মারা যায়। নিহত শিক্ষার্থীর ভাই মাহফুজ আহমেদ বলেন, মুগদায় বাসার অদুরে মাহিন তার এক বন্ধুর বাসায় যাবে বলে বাসা থেকে বের হয়। সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির সিটি করপোরেশনের ময়লার গাড়ি ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
মৃত মাহিন কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলার মো. মাসুম আহমেদের ছেলে। বর্তমানে মুগদার মামা ভাগনে গলিতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। গার্মেন্টসের এক্সেসরিজ ব্যবসায়ী। তিন ভাই, এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।