ঢাকার নতুন সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি
ঢাকা জেলার নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস। বর্তমানে তিনি যশোর জেলা সিভিল সার্জন হিসেবে কর্মরত। বৃহস্পতিবার (২৫ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনাল-২ শাখার যুগ্ম সচিব মো. মঞ্জুরুল হাফিজের সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
ঢাকায় নিয়োগের বিষয়ে গণমাধ্যমকে ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ঢাকা একটি বড় শহর। স্বাস্থ্যেরও প্রধান কার্যালয় এখানে। সবার সঙ্গে মিলেমিশে কাজ করবো। ঢাকার স্বাস্থ্য ব্যবস্থাপনা যাতে সবচেয়ে ভালো করা যায়, সেদিকে নজর থাকবে।
ফরিদপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী ডা. বিপ্লব কান্তি। শিক্ষাজীবন শেষে সরকারি চাকরিতে প্রবেশ করে বিভিন্ন জায়গায় স্বাস্থ্যের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ডা. বিপ্লব কান্তির গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারিতে। তার স্ত্রীও একজন ডেন্টিস্ট।