অল্প সময়ের বৃষ্টিতে সামান্য স্বস্তি
তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন। প্রাণীকূল, শস্যের ক্ষেতেও পড়েছে এর প্রভাব। এমন এক সময় সিলেটে নামে বৃষ্টি। আজ শনিবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে বৃষ্টি শুরু হয়। ঘণ্টাখানেকের বৃষ্টির সঙ্গে ছিল ঝড়ো বাতাসও। উত্তরপূর্বাঞ্চলের এই জেলাটিতে প্রায়ই বৃষ্টি নামছে। গতকালও সেখানে ৮৪ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছিল। এতে জেলাটিতে কিছুটা হলেও স্বস্তিতে আছে মানুষ। সেখানের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।
গরমের মধ্যে বৃষ্টির ছোঁয়া পেতে অনেকেই আজ রাতে সড়কে নেমে ভিজতে থাকে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এপ্রিলজুড়েই থাকবে তাপপ্রবাহ। তবে মে মাসের শুরুতেই সারা দেশে বৃষ্টিপাত হতে পারে। এরপরই গরম কমে আসবে।
সিলেট আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে বৃষ্টি শুরু হয়। সিলেটসহ আশপাশের অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং শিলা ঝরারও শঙ্কা রয়েছে। সামনের দিনে ঝড়বৃষ্টি বাড়ার পাশাপাশি তাপমাপত্রা আরও কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।