চট্টগ্রামে চলছে পরিবহণ ধর্মঘট
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা বিভিন্ন গণপরিবহণে আগুন দেওয়ার প্রতিবাদে এবং সড়ক ও মহাসড়কে নৈরাজ্য বন্ধ, পুলিশের হয়রানি, পরিবহণ মালিক-শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে বৃহত্তর চট্টগ্রামে চলছে ৪৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘট। আজ রোববার (২৮ এপ্রিল) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়।
ধর্মঘটের সমর্থনে নগরীর বিভিন্ন প্রবেশ পথ ও মোড়ে অবস্থান নিয়েছেন পরিবহণ মালিক-শ্রমিকরা। সকাল থেকে নগরীর অক্সিজেন মোড়, বহদ্দারহাট, অলংকার মোড় ও কাপ্তাই সড়কের মোড়ে মোড়ে সমাবেশসহ নানান কর্মসূচি পালন করছে গণপরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। অক্সিজেন মোড়ে সমাবেশে মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. শাহাজাহান, রুহুল আমিন, মনসুরুল আলম ও ফারুক খান বক্তব্য দেন।
গণপরিবহণ মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. শাহাজাহান অভিযোগ করে বলেন, বাধ্য হয়ে তারা পরিবহণ ধর্মঘট পালন করছেন। কোনো কিছু হলেই সব দোষ গণপরিবহণের ওপর পড়ে। এ ছাড়া সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহনের কারণে সড়ক যোগাযোগে বেহাল ও হযবরল অবস্থা তৈরি হয়েছে। পাশাপাশি নানান হয়রানি শুধু গণপরিবহণকে ঘিরে তৈরি হয়। এসব কিছুর প্রতিবাদে এ ধর্মঘট।
এদিকে, হঠাৎ করে ধর্মঘট ডাকায় রোববার সকালে গণপরিবহণ না পেয়ে অফিসমুখী লোকজন পড়েছেন চরম দুর্ভোগে।
গতকাল শনিবার (২৭ এপ্রিল) বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় এ পরিবহণ ধর্মঘট ঘোষণা করে গণপরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের কারণে চট্টগ্রামের সঙ্গে তিন পার্বত্য জেলাসহ ঢাকা ও কক্সবাজারের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।