ঢাকা জেলা জজ আদালতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন
বিভিন্ন উৎসবমুখর কর্মসূচির মধ্য দিয়ে সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করেছে ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস, ঢাকা।
আজ রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে আদালত সংলগ্ন সড়কে র্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। র্যালিতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম চৌধুরী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাশফিকুল ইসলামসহ আদালতে কর্মরত বিচারক এবং এর অধস্তন কর্মচারী, জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী, ক্লায়েন্ট, আইন আদালত নিয়ে কাজ করে এমন এনজিও এবং কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্যরা অংশগ্রহণ করেন।
এদিন বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যান্ড পার্টিসহ বর্ণাঢ্য র্যালিটি উৎসবমুখর পরিবেশে আদালত সংলগ্ন রাস্তাগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে লিগ্যাল এইড ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। দিবসটি উপলক্ষে তিনি আদালত চত্বরে লিগ্যাল এইড কমিটি কর্তৃক আয়োজিত লিগ্যাল এইড মেলা উদ্বোধন পূর্বক জেলা লিগ্যাল এইড অফিস, কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জ, পুলিশ প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও ব্র্যাক এনজিওর স্টল পরিদর্শন করেন। এ ছাড়া লিগ্যাল এইড ক্যাম্পে দিনব্যাপী আইনগত সহায়তা, আইন-আদালত সম্পর্কিত তথ্যসেবা, আইন বই প্রদর্শনী, ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় জেলা লিগ্যাল এইড অফিস রক্তদান কর্মসূচির আয়োজন করে। এবারে ঢাকার জেলা জজ আদালতের নাজির খাদেমুল ইসলাম এর রক্তদানের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হয়।
পরবর্তীতে ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন বলেন, ‘অর্থের অভাবে যেন কোনো মানুষ ন্যায়বিচার পেতে বঞ্চিত না হয়, সেজন্যই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার সরকারিভাবে বিনামূল্যে লিগ্যাল এইডের মতো পরিষেবা চালু করেছেন, যা আজ সফলতার চূড়ান্ত পর্যায়ে আস্তে আস্তে ধাবিত হচ্ছে।’ জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ সফলভাবে পালনের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এ সময় বিভিন্ন আদালতের বিচারক ও এর অধস্তন কর্মচারী, জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, লিগ্যাল এইড প্যানেল আইনজীবীরা উপস্থিত ছিলেন।