বান্দরবানে ২ কেএনএফ সদস্য নিহত
বান্দরবানের রুমায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি হয়েছে। এ সময় সেনাবাহিনীর গুলিতে কেএনএফের দুই সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আজ রোববার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল গোলাবারুদ, ওয়াকিটকিসহ সন্ত্রাসীদের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বাকলাই এলাকায় থানচি-লিক্রে সীমান্ত সড়কে পাহাড়ের জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে কেএনএফের গোলাগুলি হয়েছে। এ সময় সেনাবাহিনীর গুলিতে কেএনএফের দুই সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহত দুজনের পরিচয় এখনও জানা যায়নি। খবর পেয়ে পুলিশ পোশাক পরা মরদেহ দুটি উদ্ধার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, থানচি বাকলাই সড়ক এলাকায় পাহাড় থেকে দুটি পোশাক পরা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলটি রুমা উপজেলায় পড়েছে। তবে থানচির পাশের হওয়ায় ঘটনাস্থল থেকে থানচি থানার পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।