রিমান্ড শেষে কণ্ঠশিল্পী রিবেল কারাগারে
ক্রিস্টাল মেথসহ (আইস) গ্রেপ্তার কণ্ঠশিল্পী এনামুল কবির রিবেলকে দুদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদ এই আদেশ দেন।
এদিন দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক(এসআই) জহিরুল ইসলাম। অন্যদিকে, জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,এর আগে গত শনিবার তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নথি থেকে জানা গেছে, গত ২৬ এপ্রিল রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে এনামুল কবিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি ‘উচ্চারণ’ ব্যান্ডের একজন সংগীতশিল্পী। এরপরে তার বিরুদ্ধে রামপুরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।