যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের কেউ ভোট দিবেন না : কেসিসি মেয়র
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘উপজেলা নির্বাচন ঘিরে নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে। যারা বিগত সময়ের নির্বাচনে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের কেউ ভোট দিবেন না।’
আজ সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে পৌর আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেসিসি মেয়র এ কথা বলেন।
কেসিসি মেয়র বলেন, মোংলা এলাকায় অশান্তি, বাজারে অস্থিরতা ও জোর করে কেউকে ঘের করতে দেওয়া হবে না। যাদের ভোট দিলে পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবেন তাদেরই ভোট দিবেন। আপনাদের ভোটে যারা জিতবে আমি তাদের সঙ্গে নিয়েই এ এলাকার উন্নয়নে কাজ করব। ৩৫ বছর ধরে আমি আপনাদের পাশে আছি, আগামীতেও থাকব। আমি সব সময় মোংলা-রামপালের মানুষকে প্রাধান্য দিয়ে কাজ করে আসছি। আমি আবারও বলি- যারা অপশক্তি, যারা নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নির্বাচন করতে চায়, তাদের প্রত্যাখ্যান করবেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জসিম।
সমাবেশে পৌর আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী ও সমর্থক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।