নির্বাচনি সহিংসতায় নিহত ব্যক্তির বাড়িতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
দিনাজপুরের বিরলে নির্বাচনি সহিংসতায় নিহত ব্যক্তির বাড়িতে সমবেদনা জানাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। এর আগে আজ সোমবার দুপুর দেড়টায় নিহত হাজি মোহাম্মদ আলীর মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে অ্যাম্বুলেন্সযোগে পুলিশি নিরাপত্তায় নিজ বাড়িতে পৌঁছানো হয়।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সবাই জেলা প্রশাসক ও পুলিশ সুপার সঙ্গে ছিলেন।
এরপরে লাশের গোসল সেরে আত্মীয় স্বজনদের এক পলক দেখার ব্যবস্থা করা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় পুরো গ্রামে। এলাকার আকাশ-বাতাস শোকে ভারি হয়ে ওঠে। পরে বিকেল ৩টায় সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
গতকাল রোববার (২৮ এপ্রিল) দিনাজপুরের বিরল উপজেলায় আজিমপুর ইউনিয়ন, ফরক্কাবাদ ইউনিয়ন ও বিরল ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতায় গুলিবিদ্ধ হাজি মোহাম্মদ আলীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজন নিহতসহ আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে রাতেই জেলা প্রশাসক শাকিল আহমদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান।