ফরিদপুরে নিহতদের বাড়িতে বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দল
ফরিদপুরের মধুখালি উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে নিহত দুই ভাই আশরাফুল ও আরশাদুলের বাড়িতে গিয়েছে বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আজ বুধবার (১ মে) বিকেলে প্রতিনিধি দলটি চোপেরঘাট গ্রামে তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বিএনপি সবসময় তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান খোকন তালুকদার, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছাসহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
পরে নেতারা এ ঘটনাকে বর্বরোচিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আশানুরূপ সাফল্য দেখা যায়নি। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
গত ১৮ এপ্রিল রাতে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে আপন দুই ভাই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়। এসময় আরও কয়েকজন শ্রমিক ও পুলিশ আহত হন। এ ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। তবে মূল হোতা ওই ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন ও অজিত মেম্বারকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই মধ্যেই ওই দুজনকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করেছে জেলা প্রশাসন।