স্বস্তির বৃষ্টিতে ভিজল চট্টগ্রাম
টানা তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে চট্টগ্রামে। আজ বৃহস্পতিবার (২ মে) সকালে স্বস্তির বৃষ্টি ভিজিয়ে দেয় চট্টগ্রামের রাস্তা-ঘাট। বৃষ্টির সঙ্গে অধিকাংশ এলাকায় হয়েছে বজ্রবৃষ্টিও।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রামে আজ সারাদিন থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। তবে বিকেল ও সন্ধ্যায় বেশি বৃষ্টি হতে পারে। আকাশও কিছুটা মেঘলা থাকতে পারে।
চট্টগ্রাম অফিসের আবহাওয়াবিদ মো. আবদুল বারেক জানান, ভোররাত থেকেই চট্টগ্রামের কিছু কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। দুপুর পর্যন্ত ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তবে সকাল থেকে বৃষ্টিপাত হয়েছে বেশি। কোথাও কোথাও বজ্র সহ বৃষ্টিপাত হয়েছে।
গত ২০ দিনের তীব্র গরমের সঙ্গে চট্টগ্রামে বেড়েছে লোডশেডিং। পানির অভাবে দেশের একমাত্র জলবিদ্যুৎ কাপ্তাই কর্ণফুলী পাওয়ার স্টেশনের পাচঁটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন ৩০ মেগাওয়াটে নেমে আসে।
এছাড়া চট্টগ্রাম তাপবিদ্যুতের দুটি ইউনিটের মধ্যে একটি উৎপাদন করছে অর্ধেকের কম। চট্টগ্রামের ২২টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনের সক্ষমতা চার হাজার ৩০০ মেগাওয়াট হলেও জ্বালানি সংকটসহ নানা কারণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে অর্ধেকেরও কম। এ অবস্থায় তীব্র গরম আর লোডশেডিংয়ে অতিষ্ঠ চট্টগ্রামবাসীকে স্বস্তি দিয়েছে এ বৃষ্টি।