রাজধানীতে বাসচাপায় বুয়েটের গাড়িচালক নিহত
রাজধানীর বকশীবাজারে একটি যাত্রীবাহী বাসের চাপায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক গাড়িচালক প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবার (৩ মে) রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।
আজ শনিবার (৪ মে) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত গাড়িচালকের নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি ভোলা সদর উপজেলার বাঘার হাওলা গ্রামের মীর মোহাম্মদ সাহেদের ছেলে।
মো. বাচ্চু মিয়া বলেন, ‘মুমূর্ষু অবস্থায় পথচারীরা আনোয়ার হোসেনকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, শিক্ষাবোর্ডের পাশের মোড়ে ওই ব্যক্তিকে চাপা দেয় মৌমিতা পরিবহণের একটি বাস। এতে তিনি গুরুতর আহত হন। পরে ওই বাসের কয়েকজন যাত্রী তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
নিহত আনোয়ার হোসেন স্ত্রী সন্তান নিয়ে লালবাগ গৌড়-ই শহীদ মাজার এলাকায় থাকতেন বলেও জানান পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।