খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলেসহ তিনজন নিহত
খাগড়াছড়িতে বজ্রপাতে বসতবাড়িতে আগুন লেগে মা ও শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ মে) ভোরে জেলার দীঘিনালা উপজেলার মধ্যবেতছড়ির গোরস্থান পাড়ায় এ ঘটনা ঘটে। একইদিন জেলার রামগড়ের হাজাছড়া এলাকায় বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বজ্রপাতের ঘটনায় নিহতরা হলেন- মধ্যবেতছড়ির গোরস্থান পাড়ার ছাদেক মিয়ার স্ত্রী হাসিনা বেগম (৩২), তার আট বছরের শিশু মো. হানিফ মিয়া। অপরজন হলেন জেলার রামগড়ের কংজ্র মারমা।
পুলিশ জানায়, রোববার ভোর সাড়ে ৫টার দিকে বজ্রপাতে বেতছড়ির ছাদেক মিয়ার বসতঘরে আগুন লাগে। এ সময় ঘরে থাকা তার স্ত্রী ও সন্তান আগুনে পুড়ে মারা যায়।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, বজ্রপাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘর থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক জানান, ভোর সাড়ে ৫টার দিকে বজ্রপাতে মা-সন্তান নিহত ও বসতঘর আগুনে পুড়ে যাওয়ার খবর আসে। মা ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে রামগড়ের হাজাছড়া এলাকায় বজ্রপাতে মারা যান কংজ্র মারমা। এ সময় কালবৈশাখী ঝড়ে রামগড়ের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গ পড়ায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।