পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে রবীন্দ্রচর্চার প্রয়োজন : পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শহিদুজ্জামান সরকার বলেছেন, মানবিক গুণ সম্পন্ন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে রবীন্দ্র সাহিত্যের মধ্যে অবগাহন করতে হবে। মনের কালিমা দূর করে আলোকিত জাতি হিসেবে এবং পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে রবীন্দ্রচর্চার প্রয়োজনীয়তা রয়েছে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (৮ মে) বিকেলে কবির স্মৃতিবিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্র কাচারিবাড়ীতে আলোচনা সভা, সাহিত্য পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’, যেটা আমাদের জাতীয় সংগীত হিসেবে নির্ধারিত করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন।
প্রতিমন্ত্রী আরও বলেছেন, কলের লাঙ্গল চালু করা, শিক্ষা প্রসারে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং সমবায় গড়ে তোলা তার পরিচয় নয়, তিনি ছিলেন বিশ্বের সম্পদ। তিনি ছিলেন বিশ্বনন্দিত। তার সাহিত্য সৃষ্টির মাধ্যমে মানুষকে প্রস্তুত করার যে কাজগুলো করেছেন সেটাই কবির আসল পরিচয়।
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ব্রহানী সুলতান মামুদ গামা, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ওমর ফারুক সুমন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া সুলতানা প্রমুখ।
‘সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা এবং রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’ প্রতিপাদ্য বিষয় নিয়ে স্মারক আলোচনা করেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ ও রবীন্দ্র গবেষক ড. আশরাফুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এস এম মোজাফফর হোসেন।