নাটোরে অনুষ্ঠিত হলো দেশের প্রথম জিআই পণ্যমেলা
দেশের ভৌগলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য নিয়ে নাটোরের সিংড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জিআই পণ্যমেলা। সবার মাঝে ঐতিহ্যবাহী আঞ্চলিক এসব পণ্যের পরিচিতি ঘটানোর লক্ষ্যে ডিজিটাল পল্লী স্মার্ট ভিলেজ এক্সপোর মাধ্যমে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় বিভিন্ন জেলার ২৫টি প্রতিষ্ঠান তাদের স্টল স্থাপন করে। দেশের ৩১টি জিআই পণ্যের মধ্যে এ মেলার মাধ্যমে রংপুরের সতরঞ্জি, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, রাজশাহীর মিষ্টি পান, পোড়াবাড়ির চমচম, টাঙ্গাইলের তাঁত ও জামদানি শাড়ি, দিনাজপুরের কাটারিভোগ চাল, মুক্তাগাছার মন্ডা, যশোরের খেজুর গুড়, বিজয়পুরের সাদা মাটি সহ ২০টি জিআই পণ্য প্রদর্শন করা হয়।
দুপুরে সিংড়া কোর্ট মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক ও টেলযিোগাযোগ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা প্রশাসক আবু নাসের ভূঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, তারুণ্যের মেধা আর প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ২০৪১ সালের আগেই বাংলাদেশ আত্মনির্ভরশীল স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক স্মার্ট সোসাইটি গড়ে তোলা হচ্ছে।