ঢাকায় এসে ফুচকার প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড লু
দুদিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তবে সফরের ব্যস্ত কর্মসূচির মাঝেও তিনি বাংলাদেশের জনপ্রিয় খাবার ফুচকা চেখে দেখেছেন। শুধু তা-ই নয়, ফুচকার বেশ প্রশংসাও করেছেন তিনি।
এ ঘটনার একটি ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজ থেকে প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
দূতাবাসের ওই ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘পূর্ব বা পশ্চিম, ফুচকা সেরা! অনুমান করুন কী রান্না হচ্ছে! আমরা তারকা শেফ রহিমা সুলতানার সঙ্গে জুটি বেঁধে ফুচকা ও ঝালমুড়ির স্বাদের ফিউশন তৈরি করেছি! আপনি কি রান্নাসম্পর্কিত দুঃসাহসিক এই অভিযাত্রার জন্য প্রস্তুত? নতুন কিছু দেখার এই সুযোগ উপভোগ করুন এবং সম্পূর্ণ ভিডিওর জন্য সঙ্গে থাকুন!’
ভিডিওতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকেও দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ‘দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার’ করতে ঢাকায় এসছেন। একইসঙ্গে একটি অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন প্রদর্শন করতে গতকাল মঙ্গলবার ঢাকায় পৌঁছেন তিনি। গত ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর।