ছিনতাইকারীকে ধাওয়া, ৫০ হাজার টাকা ফিরিয়ে দিলেন এএসআই
এক হাতে সিগন্যাল লাইট, আর অন্য হাতে গাড়ি থামানো কিংবা চালানোর ইশারা দেন- এটাই হয়তো ট্রাফিক পুলিশের চিরচেনা রূপ। কিন্তু, রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ নিজ কর্তব্যের বাইরে গিয়েও এগিয়ে আসেন সাধারণ মানুষের সহায়তায়। গতকাল বুধবার দুপুরে এমনি এক ঘটনা ঘটেছে রাজধানীর কারওয়ান বাজার এলাকায়।
ছিনতাইয়ের শিকার হওয়া এক ব্যক্তির ৫০ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও ট্রাফিক জোনের এএসআই নুর ইসলাম। আজ বৃহস্পতিবার (১৬ মে) এ তথ্য জানিয়েছে ডিএমপির জনসংযোগ বিভাগ।
ট্রাফিক তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার স্নেহাশীষ কুমার দাসের বরাতে জনসংযোগ বিভাগ জানিয়েছে, বুধবার প্রতিদিনের মতো রাজধানীর কারওয়ানবাজার এলাকায় সড়কে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন এএসআই নুর ইসলাম। বেলা ১২টার দিকে মো. মনিরুল হক নামে এক ব্যক্তি এক লাখ টাকা নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে কারওয়ানবাজার যান। তিনি কাজ শেষ করে টাকা নিয়ে বাসে উঠার সময় তার পকেট থেকে এক ছিনতাইকারী ৫০ হাজার টাকার একটি বান্ডিল নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।
সে সময় মনিরুল চিৎকার শুরু করলে বিষয়টি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর ইসলামের নজরে পড়ে। নুর ইসলাম ছিনতাইকারীর পিছনে ধাওয়া করে অনেক দূর যাওয়ার পর এক পর্যায়ে ছিনতাইকারী ধরা পড়ার ভয়ে টাকা ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে নুর ইসলাম টাকা উদ্ধার করে মনিরুল হককে বুঝিয়ে দেন।
জনসংযোগ শাখা জানায়, পরে ভুক্তভোগী মনিরুল হক টাকা ফিরে পেয়ে এএসআই নুর ইসলামের পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের প্রতি।