আরসার বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে : র্যাব
মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরসার বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। কোনো ধরনের তথ্য পেলেই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন বাহিনীটির মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত হোসেন। আজ শুক্রবার (১৭ মে) সকালে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরাফাত হোসেন বলেন, ‘আপনারা জানেন রোহিঙ্গা ক্যাম্পের একটা আতঙ্কের নাম আরসা সন্ত্রাসী গোষ্ঠী। এই আরসা গোষ্ঠী বিভিন্ন সময়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে হত্যাকাণ্ড অপহরণসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। এর আগে আমরা নানা ধরনের অভিযান পরিচালনা করে এখন পর্যন্ত ১১০ জন আরসা সদস্যকে গ্রেপ্তার করেছি এবং বিপুল বিস্ফোরক ও অস্ত্র সরঞ্জামাদি উদ্ধার করেছি।’
র্যাবের মুখপাত্র বলেন, ‘র্যাবের অব্যাহত নজরদারি, গোয়েন্দা তাৎপরতা অভিযানের পরিপ্রেক্ষিতে আরসা নেতৃত্বশূন্য হয়ে যায়। পাশের দেশ থেকে অস্ত্র আসছে এমন গোয়েন্দা তথ্য থেকে আমরা গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছি।’
আরাফাত বলেন, ‘আরসার এ ধরনের কর্মকাণ্ডকে নিষ্ক্রিয় রাখতে আমরা স্থানীয় থানা এবং সংশ্লিষ্টদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছি। আমরা তাদের ট্র্যাকিং করছি এবং তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আমরা যখনই কোনো তথ্য পাচ্ছি অভিযান চালাচ্ছি।’
র্যাব জানায়, গত বুধবার ভোররাতে কক্সবাজারের উখিয়ার গহীন পাহাড়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আস্তানায় অভিযান চালিয়ে বিপুল দেশি-বিদেশি অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করেছে র্যাব। এ অভিযানের সময় আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ (৩৮) এবং তার সহযোগী মো. রিয়াজকে (২৭) গ্রেপ্তার করা হয়। তারা দুজনই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।