ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভবন ঘিরে রেখেছে পুলিশ
রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লেগেছিল। আজ শনিবার (১৮ মে) বেলা ১১টা ৫৭ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তারপর থেকে ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। মূলত ব্যাংকের ভল্টে টাকা থাকায় এ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।
শনিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সুরঞ্জনা সাহা এ তথ্য জানিয়েছেন।
সুরঞ্জনা সাহা বলেন, ‘অগ্নিকাণ্ডের পরপরই ব্যাংকে পুলিশ সদস্যরা পৌঁছান। ভবনের সামনে পুলিশ রয়েছে। ভবনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ, ব্যাংক কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, ব্যাংকের ভল্টে টাকা রয়েছে। ফলে, টাকার নিরাপত্তাসহ ব্যাংকের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সদস্যরা সেখানে পাহারায় রয়েছেন।’
সুরঞ্জনা সাহা আরও বলেন, ‘ঘটনাস্থলে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। তাদের সঙ্গে সমন্বয় করে পুলিশ সদস্যরা কাজ করছেন। আপাতত ব্যাংকের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’
রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সকাল ১০টা ৪০ মিনিটে। যা পুরোপুরি নিভে যায় বেলা পৌণে ১২টার দিকে।