ঢাকার বাসগুলো দেখলে খুব লজ্জা লাগে : ওবায়দুল কাদের
ঢাকার সড়কে চলাচলকারী বাসগুলো দেখলে ভীষণ খারাপ লাগে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঢাকার রাস্তার বাসগুলো দেখলে নিজের কাছেই লজ্জা লাগে।
আজ রোববার (১৯ মে) রাজধানীর একটি হোটেলে ‘ব্র্যান্ডিং সেমিনার অন ঢাকা মেট্রোরেল’অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
রাজধানীতে চলাচলকারী লক্কর-ঝক্কর বাস নিয়ে ক্ষোভ প্রকাশ করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘জরাজীর্ণ বাস চলাচল নিয়ে আমরা মিটিং করে বিআরটিএর সঙ্গে কথা বলেও সমাধান করতে পারিনি। রাস্তাঘাটে বাসগুলো দেখলে ভীষণ খারাপ লাগে।’
বাস মালিকদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘মেট্রোরেল থেকে নেমে গরিব, জীর্ণশীর্ণ বাস দেখতে কেমন লাগে? বাসের মালিকরা কি লজ্জা পায় না? তারা কি বিদেশে যান না? তারা সেখানকার বাসগুলো দেখেন না?’
আরও পড়ুন
বিশ্বের আর কোথাও এমন লক্কড়-ঝক্কড় বাস নেই : সেতুমন্ত্রী
সেতুমন্ত্রী বলেন, যে শহরে মেট্রোরেলের মতো আধুনিক প্রযুক্তিসম্পন্ন যান চলছে, সেখানে এ ধরনের গরিব ও জীর্ণশীর্ণ চেহারা লক্কর-ঝক্কর বাসগুলো দেখলে আসলেই লজ্জা লাগছে।
মেট্রোরেল যাত্রীদের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্তের কঠোর সমালোচনা অনুষ্ঠানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এটা হতে পারে না, এটি ভুল সিদ্ধান্ত। ভারতে মেট্রোরেলে কি ভ্যাট আছে? ভারতে ভ্যাট নেই, আমরা কেন করব?’
‘যাত্রীদের ওপর ভ্যাট আরোপ করলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে’উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘বিষয়টি আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। আশা করছি, তিনি এটি বিবেচনা করে দেখবেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমি মন্ত্রণালয়ে বিষয়টি তুলে ধরেছি। প্রধানমন্ত্রী বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নূরী। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহমেদ তৌফিক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও জাইকার বাংলাদেশ প্রতিনিধি ইচিগুচি তোমোহোদিসহ আরও অনেকে।