ভারতে ‘নিখোঁজ’ সংসদ সদস্যের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভারতে চিকিৎসার জন্য যাওয়া ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের খোঁজ মিলছে না বলে দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা। গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান তিনি। এরপর সেখান থেকে ১৬ মে দিল্লি যাওয়ার কথা বলে নিখোঁজ হন।
এ বিষয়ে কলকাতার বরানগর থানায় জিডি করা হয়েছে। এদিকে পরিবারের সদস্যরা ঢাকায় ডিবি পুলিশের সহযোগিতা চেয়েছেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আজ রোববার (১৯ মে) গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, তিনি (আনোয়ারুল আজীম) একজন অভিজ্ঞ মানুষ। আশা করছি তিনি সুস্থভাবে নিরাপদেই ফিরে আসবেন। আমরা তাঁর বিষয়টিকে ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের গোয়েন্দা সংস্থাও বিষয়টি দেখছে।