বিদ্যুৎ খেকো সরকারকে করুণ পরিণতি ভোগ করতে হবে : এবি পার্টি
আমার বাংলাদেশ পার্টির (এবি) পার্টির নেতারা বলেন, জনগণের টাকা লুট করে দিনের পর দিন নাগরিকদের লোডশেডিংয়ের যন্ত্রণায় দুর্বিষহ জীবন যাপনে বাধ্য করছে সরকার। বিদ্যুৎ খেকো এই সরকারকে এজন্য করুণ পরিণতি ভোগ করতে হবে। বিদ্যুৎ খাতে যথেচ্ছ লুটপাট ও বছরে চারবার বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণকে নির্মমভাবে শোষণ করা হচ্ছে।
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আজ বুধবার (২২ মে) বিকেলে বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে বিক্ষোভ সমাবেশে এবি পার্টির নেতারা এ মন্তব্য করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কাকরাইল, বিজয়নগর, পল্টনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় ও আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পার্টির যুগ্ম আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম ও বি এম নাজমুল হক, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুইয়া ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন।
সভাপতির বক্তব্যে সোলায়মান চৌধুরী বলেন, ‘বাংলাদেশের নাগরিকদের ট্যাক্সের টাকায় এই লুটেরা সরকারের নেতা-পাতি নেতারা মৌজ মাস্তি করে বেড়াচ্ছে। অথচ দেশের মানুষ খাবার কিনতে পারছে না। দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের জীবন এই সরকার অতিষ্ঠ করে তুলেছে। এই সরকারের প্রতিটা কর্মকর্তা কর্মচারী আজ দুর্নীতিতে নিমজ্জিত, পিওন থেকে শুরু করে সচিব, মন্ত্রীরা পর্যন্ত জনগণের ঘাম ঝরান টাকা লুট করে খাচ্ছে। এই অন্যায় চলতে পারে না। এবি পার্টি জনগণের অধিকার আদায়ের জন্য, মানুষকে এই রক্তচোষা সরকারের হাত থেকে রক্ষার জন্য আন্দোলন করে যাবে।
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, যুবপার্টির সদস্যসচিব শাহাদাতুল্লাহ টুটুল, যুগ্ম সদস্যসচিব হাদিউজ্জামান খোকন, মাসুদ জমাদ্দার রানা প্রমুখ।