দায়িত্বে অবহেলায় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার কারাগারে
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার (২২ মে) তাঁদের কারাগারে পাঠানো হয়।
উপজেলার কামারচাক ইউনিয়নের ৫৯ নং পঞ্চন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার হলেন পঞ্চন্দপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আকাশ দাস ও সহকারী প্রিজাইডিং অফিসার মো. জাকির হোসেন।
কেন্দ্রে নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার সুপ্রভাত চাকমা বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা করেন। এ মামলায় দুজনকে পুলিশ গ্রেপ্তারের পর জেল হাজতে পাঠায়। মামলার অপর দুই আসামি পোলিং অফিসার জাকির আহমদ ও আছমা বেগম পলাতক রয়েছেন।
জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনিভাবে বহিরাগতদের ভোট দানে সহযোগিতা, দায়িত্ব পালনে অবহেলা, নির্বাচনে অন্যায় প্রভাব বিস্তারের সুযোগ করে দেওয়ার অভিযোগ রয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক আজ রাতে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বাদী হয়ে নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে চারজনকে অভিযুক্ত করে একটি মামলা করেছেন।