আগামীতে সরকারের আরও বড় সুসংবাদ আসছে : মান্না
যেদিন জনগণ রাস্তায় নামবে সেদিন সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে, ইনশাল্লাহ আগামীতে আরও বড় সুসংবাদ আসছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ শনিবার (২৫ মে) দুপুরে এক অবস্থান কর্মসূচিতে দেশের অর্থনীতির অবস্থা, বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে মান্না এই মন্তব্য করেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই অবস্থান কর্মসূচি হয়।
মান্না বলেন, ‘এই সরকার সবখানে দুর্বল। জনগণ বলেছিল, পাঁচ বছর টিকে থাকার…আমি বলি, পাঁচ বছর টিকার কোনো কারণ নাই। যদি আমরা সবাই এক সাথে রাস্তায় নামি… সেদিন রাস্তায় নামবেন, ঠিক মতো নামবেন সেইদিন ঘণ্টা বেজে যাবে। মানুষ তৈরি, ওই রাস্তার দিকে তাকিয়ে আছে। সর্বত্র, সমস্ত, সব পেশার মানুষ জেগে গেছে…জাগছে। ইনশাল্লাহ আগামীতে আরও বড় সুসংবাদ পাবেন। আন্দোলনের পথে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি।’
মান্না বলেন, এই সরকার আরামে আছে, এই সরকার ভালো আছে? পরশুদিন ১৪ দলের সভাপতি উনি (শেখ হাসিনা) বলেছেন, আওয়ামী লীগ কষ্টে আছে, এই সরকার সমস্যার মধ্যে আছে। কেনো? বাহানা করেছেন… আমি দেশের কোনো অংশ কারো কাছে বন্ধক দিয়ে বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না। আগে যেরকম বলেছিলে, ওরা আমার কাছে সেন্টমার্টিন দ্বীপ চেয়েছিল আমি দেই নাই। কারা? বলেছিল, মার্কিনযুক্তরাষ্ট্র না কি সেন্ট মার্টিন দ্বীপ চায়। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছেন, সেন্ট মার্টিন কেনো আমরা বাংলাদেশের এক ইঞ্চি জমিও চাইনি। তারপর আর সেই কথা বলেনি।
জাতীয়তাবাদী মোটরচালক দলের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা আজমল হোসেন পাইলট, ভিপি ইব্রাহীম প্রমুখ বক্তব্য দেন।