কর্ণফুলী বঙ্গবন্ধু টানেলে যান চলাচল বন্ধ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ রোববার (২৬ মে) দুপুর থেকে টানেলে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
বঙ্গবন্ধু টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আজ দুপুর থেকে কাল সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সোমবার ৬টার পর আবার চালু হবে।
এদিকে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোল রুম ও পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র।
চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চিকিৎসদের ছুটি বাতিলের পাশাপাশি যারা রোস্টার ডিউটি পালন করেন তাদের কর্মস্থলের আশপাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় স্যালাইন, সাপে কাটা রোগীদের জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রাখা হয়েছে।