ঘূর্ণিঝড় রিমাল কখন আঘাত হানবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ঘূর্ণিঝড় রিমাল আজ রাত ৯টা থেকে ১২টার মধ্যে আঘাত হানবে। আজ রোববার (২৬ মে) বিকেলে রিমাল মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, রিমালের প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে পার্বত্য অঞ্চলের ভূমিধসের শঙ্কা রয়েছে। সেটিও মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। নৌপুলিশ ও জেলা পুলিশ একসঙ্গে কাজ করছে। ১০ হাজার আনসার সদস্য কাজ করছে। বিজিবিও প্রস্তুত রয়েছে। ফায়ার সার্ভিসের ৫ হাজার কর্মী প্রস্তুত রয়েছে। র্যাবও প্রস্তুত রয়েছে। উপকূলীয় কারাগারগুলো নিরাপদ রাখতে প্রস্তুতি নেওয়া হয়েছে। কয়েদিদের অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতিও আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঘূর্ণিঝড় পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকে সব মনিটরিং করা হবে।