ঘূর্ণিঝড় রিমালে তিনজনের মৃত্যু
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলের তিন জেলায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল রোববার (২৬ মে) বিকেল থেকে রাত পর্যন্ত সাতক্ষীরা, ভোলা ও পটুয়াখালী জেলায় তাদের মৃত্যু হয়।
সাতক্ষীরায় বাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে আছাড় খেয়ে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শওকত মোড়ল (৬৫)। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত নরীম মোড়ের ছেলে।
ভোলায় ঘরচাপা পড়ে মনেজা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ভোলার লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরউমেদ গ্রামের তেলী বাড়ির আব্দুল কাদেরের স্ত্রী। আজ সোমবার (২৭ মে) সকাল সোয়া ৮টার দিকে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতিরিক্ত স্রোতে তলিয়ে মো. শরীফ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) দুপুরে উপজেলার ধুলাস্বার ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ অনন্তপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বোন-ফুপুকে উদ্ধারে গিয়ে স্রোতে তলিয়ে এই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকার প্রায় ২৬ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। উপকূলীয় অঞ্চলগুলোতে ঝোড়ো বাতাসে গাছ পড়ে দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে পল্লী বিদ্যুৎ। রোববার (২৬ মে) রাতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।