ভোলার ঢালচরে আশ্রয়ের ভরসা গাছের উঁচু ডাল
ভোলায় ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব অব্যাহত রয়েছে। হচ্ছে ভারি বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস, নদী প্রচণ্ড উত্তাল। এতবড় দুর্যোগ হলেও জেলার চরফ্যাশন উপজেলার ঢালচরের মানুষের জন্য কোনো নিরাপদ আশ্রয়স্থল নেই। নেই উঁচু কোনো ভবন। সেখানে মানুষের আশ্রয়ের ভরসা গাছের উঁচু ডাল।
ঢালচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, ঢালচর ইউনিয়নটি অতিজোয়ারের পানিতে পুরোপুরি প্লাবিত হয়েছে। কোনো সাইক্লোন শেল্টার না থাকায় ইউনিয়নটির কোনো মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে পারেনি। ১২ হাজার মানুষের বসবাস থাকলেও নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নেই। এই চরের একমাত্র ভরসা গাছের উঁচু ডাল। বিগত দিনের ঝড় গুলোতেও এমন দৃশ্যই দেখা গেছে।
ঢালচরে দাখিল ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্তত শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। মেঘনা নদীর পানির ঢেউয়ের ফলে অন্তত ২০টি ট্রলার ডুবে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে গতকাল রোববার (২৬ মে) দুপুর থেকে বিদ্যুৎ না থাকায় পুরো জেলা অন্ধকারে। জেলার চরফ্যাশন, লালমোহন ও মনপুরা উপজেলার পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ। জোয়ারেরর পানিতে প্লাবিত হয়েছে জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর মধ্যবর্তী গ্রামসহ অন্তত অধর্শত গ্রাম।