বৃষ্টির মধ্যে ঢিল ছুড়ে জাম পাড়ে ওরা
ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডব চালিয়েছে দেশের অনেক উপকূলীয় অঞ্চলে। এর প্রভাব পড়েছে রাজধানীতেও। রাতভর বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া। দুপুর পর্যন্তও কখনো জোরে, কখনো আস্তে-ধীরে বৃষ্টি হয়েই চলেছে। এর মধ্যে দেখা গেল এক দারুণ দৃশ্য। যা শহুরে বসবাসকারী মানুষের চোখে লাগার মতো। বৃষ্টি হচ্ছে। এর মধ্যে একই বয়সী চারজন শিশু ঢিল ছুড়ে জাম পাড়ছে।
সে সময় পাশ দিয়ে রিকশায় চড়ে এক যাত্রী যাচ্ছিলেন। এ দৃশ্য দেখে রিকশায় বসেই তিনি বলে উঠলেন, 'আমাকে একটা জাম দিবা? কত বছর হয়ে গেল, এভাবে জাম পেড়ে খাই না।' যদিও লোকটা জাম নেওয়ার জন্য দাঁড়াননি। তাকে বহনকারী রিকশা চলে যায়।
আজ সোমবার (২৭ মে) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনের রাস্তার পাশে এ দৃশ্য দেখা যায়। দেখা যায়, প্রায় একই বয়সী চারজন শিশু বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে জাম পাড়ছে। তিন ছেলে শিশু ঢিল ছুড়ে জাম পাড়ছে। আর গাছ থেকে পড়া ওই জাম একটি মেয়ে শিশুর কাছে রাখছে। মেয়ে শিশুটি পলিথিনের মধ্যে জামগুলো রাখছে। ওরা চারজনই নির্বাচন ভবনের পাশের এক বস্তিতে থাকে পরিবারের সঙ্গে।
ওই তিন ছেলে শিশুর একজন নিয়ামুল হোসেন। জানতে চাইলে নিয়ামুল বলে, ‘বৃষ্টির মধ্যে খেলা করছিলাম। জাম খেতে মন চাইলো, তাই আমরা পাড়ছি। সবাই মিলে খাব।’
মেয়ে শিশুটির নাম ফরিদা খাতুন। সে বলে, ‘বৃষ্টি হলে আমরা একসঙ্গে খেলা করি। আমরা ওই বস্তিতে (নির্বাচন ভবনের পাশে) থাকি। অনেক জাম পেড়েছি আমরা।’ এ সময় দাঁড়িয়ে এ দৃশ্য দেখতে থাকা এক সাংবাদিক বলে উঠেন, ‘ওরা জানেই না, জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছে এখন। দেখতেও কী ভালো লাগছে। আমরা এসব দিন মিস করি।’