ঝড়ে ঘরচাপায় স্কুলছাত্রীর মৃত্যু
লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট ঝড়ে ঘরচাপা পড়ে পুষ্প (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৭ মে) বিকেলে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চাঙ্গিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় ঘরে থাকা ওই শিশুর নানি হোসনোয়ারা বেগম আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত পুষ্প উপজেলার চণ্ডীপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় লোকজন জানিয়েছেন, ঘটনার সময় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে লুতা বেপারির টিনশেড ঘর ভেঙে পড়ে। এতে তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগম ও নাতি পুষ্প চাপা পড়েন। পরে আশপাশের লোকজন পুষ্পকে মৃত অবস্থায় এবং হোসনেয়ারাকে আহত অবস্থায় উদ্ধার করে।
চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন বলেন, ‘ঘটনাটি মর্মান্তিক। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। নিহত স্কুলছাত্রী নানার বাড়িতে থাকত।’
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম বলেন, ‘ঘরচাপায় শিশু নিহতের ঘটনাটি শুনেছি। আহত হোসনেয়ারার চিকিৎসা চলছে। পরিবারটিকে আর্থিক সহযোগিতা করা হবে।’