সাভারে সাংবাদিককে মারধরের মামলায় গ্রেপ্তার ২
ডেইলি স্টার ও নাগরিক টেলিভিশনের সাভার প্রতিনিধি আকলাকুর রহমান আকাশকে মারধরের ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। এ ছাড়া ছিনিয়ে নেওয়া মুঠোফোনটিও উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ মে) সকালে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার খালিশপুর এলাকার জাকির হোসেনের ছেলে মো. মনির হোসেন (৩৪) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার আবুল হোসেনের ছেলে বাবুল (৩৪)।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই সুদীপ কুমার গোপ বলেন, সাংবাদিক আকাশকে মারধরের ঘটনায় অভিযুক্ত আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
গত রোববার সকালে সাভার পৌর এলাকার ভাগলপুরে বেঙ্গল ফাইন সিরামিক কারখানা দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার হন ওই সাংবাদিক।
এ ঘটনায় সাংবাদিক আকাশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা করেন।