ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের ফল ঘোষণা বিলম্ব এবং কারচুপির আশঙ্কায় উত্তপ্ত হয়ে উঠেছে জেলা শহর। আজ বুধবার (২৯ মে) সন্ধ্যা থেকে বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে রেখেছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহার কর্মী-সমর্থকরা।
জানা গেছে, ভোট গণনায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সুদেব সাহা এগিয়ে গেলেও সন্ধ্যার পর হঠাৎ ফলাফল ঘোষণা বিলম্ব করা হয়। এ খবর জানার পর সুদেব সাহাসহ তাঁর অসংখ্য কর্মী-সমর্থক মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এরপর পুরো উপজেলা চত্বর তার কর্মী সমর্থকরা ঘেরাও করে রাখে। এ সময় স্লোগানে স্লোগানে তপ্ত হয়ে ওঠে পুরো পরিবেশ।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় পরে বিজিবি সদস্যরা সহযোগিতা করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সুদেব সাহার অভিযোগ, মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি এগিয়ে থাকলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটের ফলাফল ঘোষণায় বিলম্ব করা হচ্ছে। কারচুপির আশঙ্কা করছেন তিনি। তার অভিযোগ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের আপন ফুফাতো ভাই কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী ইসরাফিল হোসেনের পক্ষে ফলাফল ঘোষণার পাঁয়তারা চলছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করছে সুদেব সাহার কর্মী-সমর্থকরা।