ফোন হ্যাক করে স্ত্রীর অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জয়ের জামিন
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় শামীম আহমেদ জয় নামের এক আসামি ঢাকার সিএমএম আদালত থেকে জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জহিরুল ইসলাম বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, ‘আজ বৃহস্পতিবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় শামীম আহমেদ জয় নামের এক আসামি জামিন পেয়েছেন। ‘
জিআরও বলেন, আজ মামলার ধার্য তারিখ ছিল। আসামির আইনজীবী জামিন আবেদন করলে বিচারক ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
এরে আগে গত ১৩ মে ঢাকার মহানগর দায়রা জজ আদালত আসামির জামিন নাকচ করেছিল। এরপরে গত ২০ মে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট মো. মাহবুবুল হক তার জামিন নাকচ করেন।
আসামির আইনজীবী আব্দুল কাইয়ুম বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় আজ আদালত পাঁচ হাজার টাকা বন্ডে জামিন দিয়েছেন।
এ বিষয়ে মহানগর পিপি আব্দুল্লাহ আবু এনটিভি অনলাইনকে বলেন, জামিন দেওয়া আদালতের এখতিয়ার। তবে স্পর্শকাতর মামলায় মহানগর নামঞ্জুর করলে সাধারণত সিএমএম কোর্ট জামিন দেয় না। তবে সেটি পরিস্থিতির ওপর বিবেচেনা করে।
মামলার বাদী শাহ আব্দুস সোবহান মামলার বিবরণে উল্লেখ করেন, গত ফেব্রুয়ারি মাসে তার কানাডা প্রবাসী ছেলের মোবাইলফোন হ্যাক করেন হ্যাকাররা। পরে কানাডা প্রবাসী বন্ধুদের কাছ থেকে টাকা ১২ লাখ টাকা আদায় করেন। এ ছাড়া বাদির ছেলের মোবাইলফোন থেকে হ্যাকারারা তার স্ত্রীর অন্তরঙ্গ ছবি নিয়ে স্ত্রীকে হুমকি দেয় টাকা দেওয়ার জন্য। অন্যথায় ইন্টারনেটের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হবে। এ ঘটনায় পুলিশ মোবাইলফোনের সিমসহ শামীম আহমেদ জয় ও স্বাধীন আহমেদকে ১০ এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তাদের রিমান্ড নেওয়া হয়। হ্যাংকিংয়ের সময় সিমকার্ড ও মোবাইলফোন উদ্ধার করা হয়। আসামি শামীম আহমেদ জয়ের সিমের সাথে হ্যাকিং করা সিমের মিল পায় পুলিশ।