টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মোল্লাহাট উপজেলার চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা।
শুক্রবার দুপুরে ছানা টুঙ্গিপাড়া পৌছে মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক সাথে নিয় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন তারা।
এ সময় মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমডি আল আমিন, মোল্লাহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল কবির, যুবলীগ নেতা জাহিদ রানা পাচা, মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ এল জাকির, মোল্লাহাট উপজেলার আটজুরি ইউনিয়নের চেয়ারম্যান মনি মিয়া, কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক তানজিল মুন্সি, যুবলীগ নেতা মো. রুবেল কাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান চৌধুরী, যুবলীগনেতা তরিকুল ইসলাম সঞ্চয়, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা সভাপতি আশিকুল আলম তন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।