ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আইনজীবীদের প্রধান কাজ : প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, দেশের একজন সুনাগরিক হিসেবে মানুষের প্রতি মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আইনজীবীদের প্রধান কাজ। ন্যায়বিচারভিত্তিক জীবনমান উপহার দেওয়াই একজন আইনজীবীর কর্তব্য।
আজ শনিবার (১ জুন) দুপুরে তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, সৃষ্টিকর্তা হয়তো আমাদের সবাইকে একই সামাজিক অবস্থান শিক্ষা কিংবা ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠান নাই। কিন্তু নিজ নিজ অবস্থান থেকে আমরা কে কতটুকু ন্যায়বিচার করতে পেরেছি তিনি সেটা দেখবেন।
ওবায়দুল হাসান বলেন, বার ও বেঞ্চ উভয়ের সমন্বয়ে বিচার বিভাগ। ন্যায়বিচার প্রতিষ্ঠা কেউ কারো প্রতিপক্ষ নয়। আপনাদের প্রাথমিক কর্তব্য ন্যায়বিচার প্রতিষ্ঠা। আইনের বিধি বিধানের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আদালতকে সহযোগিতা দেওয়া। তাই আপনারা খেয়াল রাখবেন আদালতে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যার কারণে বিচার প্রার্থীর মনে আদালত সম্পর্কে দ্বিধা বা সংশয় তৈরি হয়।
আইনজীবী সমিতির সংবর্ধনায় বক্তব্য দেন হাইকোর্ট ডিভিশনের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও ময়মনসিংহ জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো ফজলুল হক, পিপি কবীর উদ্দিন ভুইয়া, সাইফুল ইসলাম, সমিতির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি জহিরুল হক খোকা, এ এইচ এম খালেকুজ্জামান খান, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।